Purba Bardhaman : কীর্ত্তন শুনতে গিয়ে তৃণমূল কর্মী খুন, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

আরও পড়ুন

কীর্ত্তন শুনতে গিয়ে খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর আটগাছিয়ার বুড়ো শিবতলা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, মৃতের নাম দয়াল হাজরা। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কীর্ত্তন হবে বলে খোল বাজিয়ে এলাকাবাসীকে ডাকেন ওই বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্রবাবু। অভিযোগ, বিড়ি খায়ানোর নাম করে দয়ালবাবুকে একটি অন্ধকারময় নির্জন জায়গায় নিয়ে যান কৃষ্ণচন্দ্রবাবু। সেখানে ওই তৃণমূল কর্মীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

এই খুনের ঘটনায় বিজেপি কোনওভাবে জড়িত নেই বলে দাবি জন্য স্থানীয় বিজেপি কর্মীদের। তৃণমূল কর্মী কৃষ্ণচন্দ্রের সঙ্গেও তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তারা। তাদের আরও দাবি, বিজেপি-কে কালিমালিপ্ত করতেই এমন পদক্ষেপ।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close