ঝড় ও শিলাবৃষ্টির কারণে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এক স্বেচ্ছাসেবী সংস্থা বিনে পয়সায় বাজার নিয়ে বাড়ি বাড়ি উপস্থিত হয়েছে। ইসলামপুর ব্লকের কুন্দরগাঁও, বটতলা এলাকায় এই রকমই চিত্র ফুটে উঠেছে। চাল, ডাল, শাকসবজি থেকে শুরু করে ১৪ রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে দোর গোড়ায় দাঁড়িয়ে আছে এই স্বেচ্ছাসেবী সংস্থা।ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে খুব খুশি এবং তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার সঙ্গে তাদের অভিযোগও আছে যে, সরকারিভাবে তারা ত্রিপল ছাড়া আর কিছু পায়নি।
জানা গিয়েছে, সংস্থাটির নাম ‘ সিস্টার্স এন্ড ব্রাদার্স ‘। যেসব এলাকা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকায় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রায় ১৪ রকমের প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে বিনা পয়সায় বাজার বসানো হয়। আজ প্রায় একশোটি পরিবার এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র গুলি এই বাজার থেকে নিয়েছে। তিন থেকে চার দিনের খাদ্য সামগ্রী ওই পরিবার গুলিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সংস্থার কর্নাধর বাপন দাস।