মালদা: গরু-ছাগলেরও আধার কার্ড এখন বাধ্যতামূলক

এতদিন পর্যন্ত যেমন মানুষের আধার কার্ড বাধ্যতামূলক ছিল বর্তমানে এখন গরু-ছাগলেরও আধার কার্ড বাধ্যতামূলক করে দিল ভারত সরকার

আরও পড়ুন

ভারত সরকারের নির্দেশ অনুযায়ী মানুষের আধার কার্ড এর পাশাপাশি এবারে পশুদেরও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। মালদা জেলার প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্তারা ইতিমধ্যে গরু-ছাগলের কানে ১২ টা অক্ষরের একটি ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ১২ অক্ষর বিশিষ্ট এই ট্যাগ নাম্বারটি আবার দফতরের কম্পিউটারে নথিপত্র করা হচ্ছে।
যে যে গরু বা ছাগলের কানে এই নাম্বারটি লাগিয়ে দেওয়া হচ্ছে সে সমস্ত গরু-ছাগলের মালিকের নাম, ফোন-নম্বর, ঠিকানা সব নথিভুক্ত করা হচ্ছে। কোনো গরু চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই ট্যাগ নাম্বার দেখে সেই গরুর স্বচিত্র পরিচয় পত্র পাওয়া যাবে। পাশাপাশি সেই গরুর প্রকৃত মালিক এর হাতে গরুটিকে তুলে দেওয়া যেতে পারে। মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ অধিকর্তা উৎপল কুমার কর্মকার জানান,” ভারত সরকারের উদ্যোগে মানুষের যেমন আধার কার্ড রয়েছে তেমনি পশুদেরও পশু আধার কাঠ বাধ্যতামূলক করা হচ্ছে। ১২ অক্ষরের সংখ্যা বিশিষ্ট কার্ডের গরু, ছাগলের কানে ট্যাগ পরিয়ে দেওয়া হয়। আমাদের দফতর থেকে প্রায় ৭০,০০০ বাছুর ও প্রায় দেড় লক্ষ গরুর কানে ট্যাগ পড়ানো হয়েছে।”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close