মালদার কালিয়াচককে ‘ক্যাপিটাল অফ ফেক কারেন্সি’ বা জাল নোটের রাজধানী বলে। অনেকেই হয় এই কথাগুলি জানেন না। মুর্শিদাবাদ মালদার কালিয়াচক সহ বিচ্ছিন্ন এলাকা দিয়ে জাল নোটের কারবার ড্রাগ সহ নানান অসামাজিক কাজকর্ম চলে। শনিবার উত্তর দিনাজপুরে চাকুলিয়ায় যাওয়ার পথে রায়গঞ্জের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন আধীরবাবু আর কি কি বলেছেন শুনে নেব-
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।