Uttar Dinajpur : পঞ্চানন বর্মার মেলা উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী এক হল

আরও পড়ুন

২২ তম ঠাকুর পঞ্চানন বর্মার মেলা উপলক্ষে করণদিঘি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী এক হল। শনিবার করণদিঘি ব্লকের খাত্রিয়া গ্রামে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতি উপলক্ষে মেলা শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করণদিঘি প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহ। উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামসুল হক, ডালখোলা পুরসভার প্রাক্তন পৌরপতি সুভাষ গোস্বামী এবং তপসিলি জাতি ও আদিবাসি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জনা রায়।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজবংশী সংগঠনের নেতা মনোদেব সিংহকে প্রার্থী না করে তৃণমূল কংগ্রেস গৌতম পালকে প্রার্থী করেছিল। গৌতম পাল করণদিঘি কেন্দ্রে জয়ী হওয়ার পর প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করে দেয়। একইভাবে ডালখোলা পৌরসভা নির্বাচনেও সুভাষ গোস্বামীকে প্রার্থী করা হয় নি। উত্তর দিনাজপুর জেলা পরিষদে করণদিঘি এলাকা থেকে জয়ী হয়েছিল সামসুল হক। গৌতম পাল বিধায়ক হবার পর সামসুলের রাজনৈতিক অস্বস্তি চরম সংকটে দাড়িয়েছে। করণদিঘি ব্লকে রাজবংশীদের নিয়ে কোন অনুষ্ঠান হলে বিধায়ককে ব্রাত্য রেখে দেন প্রাক্তন বিধায়ক মনোদেব সিংহ। এবারও ঠাকুর পঞ্চানন বর্মার অনুষ্ঠানেও একই চিত্র লক্ষ্য করা গেল। এই অনুষ্ঠানে বিধায়ক সমস্ত নেতারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। মনোদেব বাবুর স্ত্রী বিপাশা সিংহ জেলা পরিষদের সদস্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে মনোদেব বাবুর স্ত্রী এবং সামসুল হককে প্রার্থী করতে মরিয়ে বিক্ষুব্ধ নেতারা। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি, সাংস্কৃতিকে তুলে ধরতে চারদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে ফুলের মালা পরিয়ে মেলার শুভ সূচনা হয়। মেলায় অসংখ্য রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছিলেন।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close