আবারও ধর্ষণের অভিযোগ প্রকাশে এল। শিবরাত্রি পুজোর দিন বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে তরল পানীয়র সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও করে রেখে ব্ল্যাক মেল। বুধবার নির্যাতিতা মেয়েটি স্থানীয় একটি মুদি দোকানে কিছু কিনতে গেলে দোকান দার মেয়েটিকে বলে তোর একটি ভিডিও ছবি আছে আমার কাছে তুই দেখবি, মেয়েটি দেখার পর বাড়িতে এসে পরিবারকে জানালে পরিবার আজ রাতেই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করে ও চার অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। যদিও সেই মুদি দোকানের মালিক পলাতক। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন –
Fourteen Times Line