Purba Bardhaman : ভাসুরের অস্ত্রের কোপে মৃতপ্রায় বৌমা !

আরও পড়ুন

পূজো দিতে গিয়ে ভাসুরের হাতে আক্রান্ত হলেন বউমা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর পঞ্চায়েতের বিজরা গ্রামে। আহত ওই গৃহবধূর নাম রমা কর্মকার। সূত্রের খবর, বাড়ির সামনে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রমা নামের ওই গৃহবধূ। এরপর সেই মন্দিরে তার বড় ভাসুর ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায় ভাইবউয়ের গলায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। অন্যদিকে ঘটনার পর পলাতক অভিযুক্ত ভাসুর। পুলিশ ঘটনার খবর পেয়ে পৌঁছয় ঘটনাস্থলে। অভিযুক্ত ভাসুরের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে সত্যচরণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময় বাড়ির বড় ভাসুরের আক্রমণের কবলে পড়েন ওই গৃহবধূ।

কর্মকার পরিবারের দাবি- তাদের পরিবারের নিজেদের মধ্যে কোনও অশান্তি নেই তবুও কি কারনে এমন ঘটনা তা তারা বলতে পারছেন না। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মেমারি, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close