অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিম-সবজির বকেয়া বিল মেটানোর দাবিতে ও জ্বালানির দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। মঙ্গলবার কোচবিহারের সাগরদিঘির পাড়ে ওয়েস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এই বিক্ষোভ মিছিল করা হয়। এদিন তারা কোচবিহারের জেলাশাসক ও ডিপিও-র কাছে স্মারকলিপি প্রদান করেন। কোচবিহারের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সংস্কারেরও দাবি জানিয়েছে এই সংগঠন।
কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।