Durgapur: ফের ঝুলন্ত দেহ উদ্ধার এক পড়ুয়ার

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃত ওই যুবতীর নাম সূরিয়া ভারতী। তার বাড়ি বিহারের বৈশালীতে।

সূরিয়া বিধাননগরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স টেলি কমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার তার কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে সে তার হস্টেলে ফিরে আসে। পরিবার সূত্রের খবর- দুপুরে তার বাড়ির লোকেদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে সেই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারনে সে আত্মহত্যা করল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে তার পরিবার বিহার থেকে ছুটে আসে দুর্গাপুরে। মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। সূরিয়ার অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর।

ফোর্টিন টাইমলাইন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close