অর্জুন চৌরাসিয়াকে আগাম ফোন করে ফিল্মি কায়দায় খুন কাশীপুরে

ঠিক কি কারণে বিজেপির যুব নেতার মৃত্যু হল? কিভাবে ঘটেছিল? কেনই বা ঘটল? তার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এলাকাবাসীর বয়ান রেকর্ড করেছে পুলিশ, পাশাপাশি মৃত বিজেপি নেতার কললিস্ট নজর রাখা হয়েছে। তদন্তে ব্যবহার হয় থ্রিডি স্ক্যানার। বাড়ানো হয়েছে অর্জুন চৌরাসিয়ার পরিবারের পুলিশি নিরাপত্তা

আরও পড়ুন

বীরভূমে তৃণমূল নেতার রহস্যময় মৃত্যুর পর ফের কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যু। এই ঘটনার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মা লছমিনা চৌরাসিয়া বলেন, “মৃত্যুর রাতে হুমকি দেওয়া হয়েছিল কাশীপুরে বিজেপি নেতাকে। খুন করে ফেলে দেব, কেউ খুঁজে পাবে না। ঘটনার রাতে বাড়ির বাইরে শুনতে পেয়েছিলেন অচেনা কণ্ঠস্বর।” মৃতের বড়দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি,”বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায়”। এখন বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে প্রতিবেশীদের মনেও। পাশাপাশি, নেতার দাদা পুলিশি তদন্তে আস্থা রয়েছেন।

সূত্রের খবর, যখন এই বিজেপির যুব নেতার রহস্যজনক মৃত্যু হয় তার দিন দুয়েক আগে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার এই রহস্যময় মৃত্যু কি তবে খুন না আত্মহত্যা? প্রশ্ন থেকেই যায়। মৃত নেতা অর্জুন চৌরাসিয়া কাশীপুর-বেলগাছিয়া এলাকার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ছিলেন। পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ অর্জুন বাড়ি ফেরেন। বাড়িতে ফেরার পর কিছুক্ষণ পরেই আবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। অর্জুনের আর কোনও খোঁজও মেলেনি।

উল্লেখ্য, শুক্রবার সকালে অর্জুন চৌরাসিয়ার বাড়ি থেকে খানিকটা দূরে কাশীপুর রেল কোয়ার্টার আছে। সেখানে একটি পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বিজেপি যুব নেতা অর্জুনের মৃতদেহ। অভিযোগ, রাজনৈতিক সংঘর্ষের কারণেই অর্জুন চৌরাসিয়াকে খুন করেছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি ও তাঁর পরিবার সূত্রের দাবি, অর্জুনের খুনের জন্য তৃণমূলেরই হস্তক্ষেপ রয়েছে।

ঠিক কি কারণে বিজেপির যুব নেতার মৃত্যু হল? কিভাবে ঘটেছিল? কেনই বা ঘটল? তার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এলাকাবাসীর বয়ান রেকর্ড করেছে পুলিশ, পাশাপাশি মৃত বিজেপি নেতার কললিস্ট নজর রাখা হয়েছে। তদন্তে ব্যবহার হয় থ্রিডি স্ক্যানার। বাড়ানো হয়েছে অর্জুন চৌরাসিয়ার পরিবারের পুলিশি নিরাপত্তা।

দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কল্যাণীর AIIMS-এর একজন করে ফরেন্সিক বিশেষজ্ঞের উপস্থিতিতে হয় অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত। প্রায় সাড়ে তিন ঘণ্টা ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের করা হয়।

বিজেপি নেতা কল্যাণ চৌবে অর্জুনের রহস্য মৃত্যুর পর জানান, “ময়নাতদন্ত শেষ হলে দেহ নিয়ে পরিবারের সঙ্গে রাজ্য বিজেপি অফিসে যাব। অর্জুন চৌরাসিয়াকে শহিদের সম্মান দেওয়া হবে। আমাদের রাজ্য নেতারা শহিদদের যেভাবে সম্মান জানান, ঠিক সেইভাবে সম্মানজ্ঞাপণ করা হবে। তারপর ব়্যালি করে দেহ নিয়ে যাওয়া হবে অর্জুনের বাড়িতে”।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close