শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া অঞ্চলের রাঙ্গাপানি স্টেশন পাড়ার বাসিন্দা সাবিত্রী দেবী চৌধুরী। বিগত ১৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন সাবিত্রী দেবী। দির্ঘ দিন ধরে নিখোঁজ হওয়ার কারণে সাবিত্রী দেবীর পরিবার এবং গ্রামের পক্ষ থেকে ধর্মীয় রীতি রেওয়াজ মেনে তার মাটির তৈরি পুতুল বানিয়ে, কালারাম বিষ্ণুপুর শ্মশান ঘাটে সৎকাজ করতে নিয়ে আসা হয় আজ।
পরিবারসূত্রের খবর, দীর্ঘ ২৭ বছর আগে বাবা জয় লাল চৌধুরীর মৃত্যুর পর, তার মা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। দীর্ঘ কয়েক বছর পর সাবিত্রী দেবী নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার কয়েক দিনের মধ্যে আবার পুনরায় বাড়িতে ফিরেও আসলেও দীর্ঘ ১৫ বছর আগে আবার তিনি নিখোঁজ হয়ে যান। এবার নিখোঁজ পরে সাবিত্রী দেবী আর বাড়িতে ফিরে আসেননি।
সাবিত্রী দেবী চৌধুরীর তিন ছেলে। মা ফিরে না আসার কারণে গ্রামবাসীদের সাথে অবশেষে আলোচনা করে তার তিন ছেলেরা এবং গ্রামে তার মা’র নিখোঁজ হওয়ার কারণে একটি সভা বসানো হয়। সেই সভাতেই নির্ণয় করা হয় তাদের মা’র পুতুল বানিয়ে ধর্মীয় নীতি মেনে সৎ কাজ করা হবে। সাবিত্রীর ছেলে এবং পরিবারের দাবি,এই সৎকাজ সম্পন্ন করলে তাদের মায়ের আত্মা হয়তো শান্তি পাবে। এই কথা মতোই তার তিন ছেলে আজ কালা রাম শ্মশান ঘাটে মায়ের সৎকাজ কাজ করল।