Assansol: উপনির্বাচনে জয়ী তৃণমূল , উজ্জীবিত ঘাসফুল শিবির

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগম-এর ৬ নম্বর ওয়ার্ড-এ উপনিবাচন শুরু হয়েছিল ২১ অগাস্ট। মোট ভোটার ছিল ১০ হাজার ৬ জন। মোট ভোট পড়ে ৮২.৬৪ শতাংশ। ভোট শেষে ১৪ টি বুথের ইভিএম রাখা হয়েছিল আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ের স্ট্রং রুম-এ । বুধবার সকালে ইলেকশন এজেন্টদের সামনে স্ট্রং রুম খোলা হয় তারপর নির্দিষ্ট টেবিল-এ শুরু হয় ভোট গণনা। উপনির্বাচনের মোট প্রার্থী ছিলেন ৪ জন।

ভোট গণনার সপ্তম রাউন্ডের পর উপনির্বাচনে ৬ হাজার ৬৮৩ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। দ্বিতীয় স্থানে সিপিএম-এর শুভাশিস মণ্ডল। তিনি ১ হাজার ২০৬টি ভোট পেয়েছেন। বিজেপি-র শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫ ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩টি ভোট। বিধানবাবু ৫৪৭৭ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শুভাশিস মণ্ডলকে হারিয়েছেন। এই জয়ে স্বাভাবিকভাবেই খুশির জোয়ার তৃণমূল শিবিরে।

ফোর্টিন টাইমলাইন, আসানসোল।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close