রেলগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। রেল পুলিশের মতে-ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রেল কর্মীর।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার বাখরাবাদ রেল স্টেশনে। রেল সূত্রের খবর , এদিন সকালে বাখরাবাদ স্টেশনে দাঁড়িয়েছিল একটি লোকাল ট্রেন। ওই রেলগাড়িটিকে খড়গপুর থেকে নিয়ে যেতে এসেছিলেন রেল দফতরে কর্মরত গার্ড ওয়াই রামচাঁদ নাইডু।
উল্লেখ্য, এদিন তিনি বাখরাবাদ স্টেশনের রেল লাইনে দাঁড়িয়ে ওয়াকি টকিতে কথা বলছিলেন। ঠিক সেই সময় মহীশূর থেকে হাওড়াগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ওই পথ দিয়েই আসছিল। তারপরেই তাকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গার্ডের।