Balurghat : ডেপুটেশন দিতে আসা কৃষকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে এ ডি এম -এর শাস্তি দাবি

আরও পড়ুন

কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শুভাশিস বেজকে ডেপুটেশন দিতে গেলে সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্বদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে। এই ঘটনায় গতকালই পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করে সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্বরা। গতকালের পর বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা শাসকের(জেলা পরিষদ) বিরুদ্ধে বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করা হল। পাশাপাশি বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি অমিত সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বালুরঘাটে জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বেরিয়ে বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই পথসভা থেকে অতিরিক্ত জেলাশাসকের(জেলা পরিষদ) বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close