Balurghat : ধান রোপন করতে না পেরে কৃষক আত্মঘাতী

আরও পড়ুন

ধান রোপন করতে না পেরে আত্মঘাতী হল কৃষক। মৃত ওই কৃষকের নাম শিবনারায়ণ টিগ্গা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ জেলায় বৃষ্টি নেই। যদিও দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও সেইভাবে মুষুলধারে বৃষ্টির কোনও চিহ্নই নেই। এদিকে বৃষ্টি না থাকায় কৃষকরা ধান রোপণ করতে পারছেন না। ধান রোপন করতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক কৃষক। বয়স ৪৫ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের খরাইল এলাকায়। এই বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সোমবার কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close