ধর্ষণ নয়, খুনই করা হয়েছে কুমারগঞ্জ থানার ফকিরগঞ্জ এর আদিবাসী মহিলাকে।দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ফকিরগঞ্জ এর আদিবাসী মহিলা খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। দেখা যায়নি কোনও পৈশাচিক নির্যাতনের নমুনাও। তবে মুখে ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে তার চিহ্ন পাওয়া গেছে। সেইসঙ্গে শ্বাসরোধ করে (SMOTHERING) অর্থাৎ মুখে কিছু চাপা দিয়ে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। শনিবার দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান।
পাশাপাশি, খুনের ঘটনায় অভিযুক্ত সৎ ভাই রবীন টুডুকে বালুরঘাট আদালতে তোলে কুমারগঞ্জ থানার পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ সুপার রাহুল দে আরও বলেন, আদালতে ধৃতকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার রাহুলবাবু আর কি কি বলেছেন শুনব-