Balurghat : মেয়েদের নিয়ে কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন

আরও পড়ুন

কন্যাশ্রী মেয়েদের মঙ্গল কামনায় অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কাঠালপাড়া এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে কন্যাশ্রী মেয়েদের নিয়ে কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বা সভাপতি তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। জেলার মহিলা তৃণমূল সভাপতির পাশাপাশি এই কর্মসূচিতে হাজির ছিলেন অন্যান্য মহিলা তৃণমূল নেত্রীরা।

প্রসঙ্গত, আজ জামাই ষষ্ঠী। জামাইয়দের বরণ করেনেন শাশুড়িরা। কিন্তু মেয়েদের কোনও ষষ্ঠী হয় না। এমনকি মেয়েদের জন্য কিছু করাও হয়না বললেই চলে। তাই কন্যাশ্রী মেয়েদের মঙ্গল কামনায় অভিনব উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের অন্যতম উদ্যোগ কন্যাশ্রী। তাই এদিন কন্যাশ্রী মেয়েদের মঙ্গল কামনায় কন্যাশ্রী ষষ্ঠী পালন করা হয়। শুধুমাত্র লোক দেখানো নয় ঠিক যেভাবে জামাইষষ্ঠীর দিন মায়েরা জামাইদের বরণ করেন ঠিক সেই ভাবেই জেলা তৃণমূল নেত্রী কন্যাশ্রী মেয়েদের বরণ করেন এবং তাদের মঙ্গল কামনা করেন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close