বাংলাদেশে পাচার হওয়ার আগেই প্রায় ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাফের বাজার মূল্য প্রায় কয়েক হাজার টাকা। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বিওপি এলাকা দিয়ে ওই নিষিদ্ধ কাফ সিরাফগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় বিএসএফ জওয়ান সুমন্ত বর্মন নামে ওই এলাকার এক যুবককে স্কুটি-সহ আটক করে। বয়স ২৯ বছর। এরপর তাকে তল্লাশি শুরু করতেই ৩০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং ১০০ বোতল ফেরাডিল উদ্ধার হয়। বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ ও ধৃত যুবককে বালুরঘাট থানা পুলিশের হাতে বুধবার দুপুরে তুলে দেওয়া হয়। ওই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ ও বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ৷
এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝা, কি বলেছেন শুনব-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।