Balurghat : স্বামীর সঙ্গে বচসা,দুই সন্তান নিয়ে গৃহবধূ আত্মঘাতী

আরও পড়ুন

পারিবারিক অশান্তির জেরে দুই শিশুপুত্রকে নিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। স্থানীয় এক পুকুরে ডুবে আত্মহত্যা করেন তারা। মৃত ওই গৃহবধূর নাম জুলেখা খাতুন। বয়স ৩২ বছর। তার দুই শিশুপুত্রের নাম রাহুল আনসারি ও রোহিত আনসারি। রাহুলের বয়স ৩ বছর ও রোহিতের বয়স ২ বছর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৫ নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাবীপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চত্বরে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, জুলেখা খাতুনের সঙ্গে তার স্বামী নইমুদ্দিন আনসারির প্রায়শই বচসা চলত। নইমুদ্দিন আনসারি পেশায় একজন রাজমিস্ত্রি। বর্তমানে তিনি বিহারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছেন। কয়েকদিন আগে তার ছোট ছেলে রোহিত আনসারি গুরুতর অসুস্থ হয়। জুলেখা খাতুন তার স্বামীকে বাড়িতে আসতে বলে। তিন দিন পেরিয়ে গেলেও নইমুদ্দিন আনসারি বাড়িতে না এলে ফোনের মধ্যেই বচসা চলতে থাকে তাদের। এরপরেই বৃহস্পতিবার দুপুরে জুলেখা খাতুন তার দুই ছেলেকে নিয়ে গিয়ে একটি পুকুরে আত্মহত্যা করে। স্থানীয়রা মৃতদেহ গুলিকে দেখতে পেলে হৈচৈ শুরু হয়ে যায় এলাকায়। এরপর স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাটে পাঠায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরা।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close