Balurghat : আবারো উদ্ধার কাফ সিরাফ

আরও পড়ুন

বুধবার দুপুরে বালুরঘাট বাসস্টান্ড চত্বর থেকে বিপুল পরিমান কাফ সিরাফ উদ্ধার করল সিআইডির দক্ষিণ দিনাজপুর জেলা শাখা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৪৮২ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করা হয়।

পুলিশি সূত্রে খবর, বাসে করে বাইরে থেকে পাচারের উদ্দেশে ওই কাফ সিরাফগুলি আনা হয়েছিল । এরপর বাসস্ট্যান্ড চত্বরে তা রাখা হলে সিআইডির টিম সেখানে গিয়ে ওই সিরাফ গুলি বাজেয়াপ্ত করে।পুলিশের অনুমান, সিরাফগুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। যদিওবা এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে কোথা থেকে সেগুলি এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সিআইডি ব্রাঞ্চের ইন্সপেক্টর দিলিপ দাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই কাফ সিরাফগুলি উদ্ধার করেছি। এর পেছনে কারা জড়িত এবং কিভাবে এখানে এল তা নিয়ে তদন্ত চলছে।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close