Balurghat : বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করল ছেলে

আরও পড়ুন

পারিবারিক বচসার জেরেই খুন হতে হল ৫০ বছর বয়সের সুনীল সরেন নামের এক প্রৌঢ়কে। বাঁশ দিয়ে তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নিজেরই ছেলে রবিন সরেনের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের শিয়ালপাড়া এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ মঙ্গলবার বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় বলে জানা গেছে। অভুযুক্ত রবীন সোরেন পলাতক থাকলেও রাতেই খুঁজে বের করে কুমারগঞ্জ থানার আই সি-সহ তাঁর টিম।

স্থানীয় সূত্রে খবর, রবীন সরেন তার বাবা সুনীল সরেনকে প্রায়শই মারধর করত বলে প্রতিবেশীদের অভিযোগ। তারা অভুযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। বাবাকে খুনের ঘটনায় চক্ষু চড়কগাছ সকলের।

ফোর্টিন টাইম লাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close