শুক্রবার রাতে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ পরই প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। এক মুহূর্তেই গাছপালা সব লণ্ডভণ্ড হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তর মালদার কলাচাষিরা। প্রায় এক দুঘন্টা কালবৈশাখীর দাপটে চাঁচল মহকুমার বিভিন্ন ব্লক এলাকায় কলা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি পঞ্চায়েতের উত্তর রসুলপুর, রামপুর সহ চাঁচল মহকুমার বিভিন্ন এলাকায় কলা গাছ ভেঙে পড়েছে। পরিপক্ক গাছ ভেঙে পড়ায় বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে কলা চাষীদের।
রামপুরের কলাচাষী ভবানন্দ সরকার জানান, ”স্ত্রী স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ নিয়ে দুই বিঘে জমি কলা চাষ করেছিলাম। একমাস পরেই মোচা বার হত। তার আগেই সব শেষ। কিভাবে ঋণ পরিশোধ করব, ভেবে কূল পাচ্ছিনা।”
একইভাবে উত্তর রসুলপুরের গোপাল মন্ডল জানান, ”দেড় বিঘে জমির কলিগাছ ভেঙে পড়েছে। ঋণ নিয়ে চাষে হাত দিয়েছিলাম। সারের দোকানে এখনও দেনা রয়েছে। কি করব,দুশ্চিন্তায় রয়েছি।সরকার তাকালে কিছুটা সুরাহা হবে।”
Avishek Saha, Reporter, North Malda