Uttar Dinajpur : ব্যাঙ্কে আর্থিক তছরুপ কান্ডে গ্রেফতার ব্যাঙ্ক কর্মী

আরও পড়ুন

ব্যাঙ্কে আর্থিক তছরুপ কান্ডে অভিযুক্ত বাঙ্কেরই এক কর্মী গ্রেফতার হয়। এই আর্থিক তছরুপ কান্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। এমন ঘটনার সঙ্গে অভিযুক্ত জড়িত থাকায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, অভিযুক্তের নাম অভিজিৎ ভট্টাচার্য্য। বাড়ি কালিয়াগঞ্জের শ্রীকলোনীতে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, পুরো ঘটনাটির তদন্তে নেমে অভিজিৎ ভট্টাচার্য্যের যুক্ত থাকার প্রমাণ তারা পেয়েছে। ১৪ দিনের পুলিশি রিমান্ড চেয়ে বুধবার সকালে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি আগেই কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলাম। এই ঘটনায় যুক্ত নই। যদি যুক্তই থাকতাম তাহলে, ব্যাঙ্কের উপভোক্তাদের বাড়িতে গিয়ে আমি আর্থিক তছরুপের ঘটনার খবর দিতাম না।‘

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close