বাঁকুড়ার ওন্দা থানা এলাকার একটি ফাঁকা জায়গায় প্রায় প্রতিদিনই জুয়ার আসর বসত। ওই জুয়ার ঠেকে বিভিন্ন এলাকার লোকেরা ভিড় জমাত ও অশান্তির সৃষ্টি করত। দীর্ঘদিন ধরে এই একই ঘটনা চলতে থাকায় ক্ষিপ্ত হয় এলাকাবাসী। পাশাপাশি অভিযোগ দায়ের করে থানায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় ও গ্রেফতার করে ২১ জন’কে।
স্থানীয় সূত্রে খবর, ওন্দা থানার রামসাগরের এন্টনিবাগান এলাকায় তাঁবু টাঙিয়ে দিন-রাত চলত জুয়ার আসর।এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনা চরম পর্যায়ে পৌঁছলে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযোগ জানায় ওন্দা থানায়। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ওন্দা থানার বিশাল পুলিশবাহিনী অভিযান চালায় ওই জুয়ার ঠেকে। হাতেনাতে গ্রেফতার করে ২১ জন’কে ও উদ্ধার হয় ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা। সোমবার অভিযুক্তদের বাঁকুড়া জেলা আদালতে পেস করা হবে বলে জানায় পুলিশ আধিকারিকেরা। ধৃতদের গ্রেফতার হওয়াতে খুশি এলাকাবাসী। এই ঘটনা আবার হলে করা পদক্ষেপ নিবে ওন্দা থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।