Bankura : একই সঙ্গে তিনটি কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি

আরও পড়ুন

দীপাবলির আবহে বাঁকুড়ার সোনামুখীর তিনটি কালীমন্দির থেকে পর পর ১৫ লক্ষ টাকার গয়না চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে শহর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।

১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকার চ্যাটার্জী পরিবারের কালী মন্দিরে ১২ লক্ষ টাকার গয়না, ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার চৌধুরী পরিবারের ৫০০ বছরের পুরোনো কালী মন্দিরে দেড় লক্ষ টাকার গয়না ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকার বায়োয়ারি কালী মন্দিরে দেড় লক্ষ টাকার গয়না একই কায়দায় হানা দিয়ে লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে নেয় চম্পট দেয় চোরের দল।

কালীপুজোর মরসুমে পর পর এমন চুরির ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উৎসবের আবহে মানুষ আরও বেশি সতর্ক। সেই সময় এই ধরণের ঘটনা কীভাবে ঘটল তা বুঝে উঠতে পারছেন না কেউ। সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ চ্যাটার্জী বলেন, “বিষয়টি দুর্ভাগ্যজনক। এই চুরির পিছনে বড়সড় কোনও চক্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, সোনামুখী, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close