আদালতের নির্দেশে যাদের চাকরি গেল, তারা কতো টাকার বিনিময়ে চাকরি কিনে ছিলেন, সেই বিষয়ে তদন্ত করা হোক। এই তদন্ত হলে শাসক দলের পদস্থ নেতারা ধরা পরবে। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এমনই দাবি তুললেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্মামী। শুধু তাই নয়, টাকার বিনিময়ে যারা চাকরি নিয়েছিলেন সেই টাকা উদ্ধারের জন্য শাসক দলের নেতাদের বাড়ি ঘেড়াও এবং ধর্নায় পরামর্শ দিয়েছেন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। এদিন ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বুবাই কর থেকে শুরু করে জেলা স্তরের একাধিক নেতা।
সূত্রের খবর, জেলা বিজেপি সভাপতি বলেন, শিক্ষা কে পন্য হিসেবে ব্যবহার করেছে বর্তমান রাজ্য সরকার। আর এই কাজে বুথ স্তর থেকে কলকাতা পর্যন্ত সকলে জরিত। তা না হলে এই কেলেঙ্কারি হত না। তিনি বলেন- তাদের বক্তব্য ছিল জলপাইগুড়ি জেলাতে যদি সিবিআই এবং ইডি তদন্ত হয় তাহলে এই জেলার শাসক দলের বহু নেতা ধরা পরবে। যারা এই কেলেঙ্কারিতে জরিত রয়েছেন। আজ আদালতের নির্দেশ জলপাইগুড়ি জেলা এবং পুরসভা এলাকাসহ তৃনমূলের যুব নেতার চাকরি চলে গেছে।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।