মহিলাদের সুরক্ষা দিতে এক অভাবনীয় যন্ত্র আবিষ্কার করলেন বর্ধমানের আবীর ঘোষ। এ এমন এক যন্ত্র যা বিপদে পড়লে সঙ্কেত পাঠাবে, লেজার আলো ফেলে চাইবে, এমনকি অপরাধীর চোখের দৃষ্টি কিছুক্ষণের জন্য ঝাপসা করে দেবে। এই যন্ত্রের মাধ্যমেই মহিলার অবস্থান জানতে পারবে পুলিশ। গুগল ম্যাপ ট্র্যাকও করা যাবে। অটোমেটিক কল ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও আছে এতে।
মহিলাদের সুরক্ষার কথা ভেবেই আবীরের এমন ভাবনা। পূর্ব বর্ধমানের বড়শুলের বাসিন্দা আবীর। দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বি-টেকের প্রথম বর্ষের ছাত্র তিনি। জানা গেছে, দিল্লিতে এক মহিলার ওপর নির্যাতনের খবর পড়েই তার এই যন্ত্র বানানোর ভাবনা মাথায় আসে। মহিলাদের সুরক্ষায় আইন এখন অনেক কড়া। কিন্তু, তারপরেও ফাঁক গলেও দিন পর দিন অপরাধ সংগঠিত হয়েই চলেছে।
রাতের শহর এখন আর মেয়েদের জন্য নিরাপদ নয়। তাদের জন্য এই যন্ত্রটি অনেক সাহায্য করবে। অনেক বাধাবিপত্তি পেরিয়ে যন্ত্রটি এখন আবিরের মনের মতো হয়েছে বলে সে জানিয়েছে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ‘ইনভেটিভ ওমেন সেফটি ব্যাণ্ড ডিভাইস ডিজাইন বাই এ টিন’-এ আবীরের তৈরি যন্ত্রটিকে বাছাই করা হয়েছে।
এটি একটি ‘সেন্সর ডিভাইস’। যন্ত্রটি হাতে পরতে হয়। কেউ জোর করে কোনও মহিলাকে টানাটানি করার চেষ্টা করলে বা মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যন্ত্রের সেন্সর তা ধরতে পারবে। সঙ্গে সঙ্গেই সেটি তখন অ্যাকটিভ হয়ে উঠবে। এই যন্ত্রের দ্বারা এসএমএসও পাঠানো যাবে। স্থানীয় থানা ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। পুলিশ যদি এসএমএস পেয়ে পাল্টা ৭৭৭ লিখে ডিভাইসটিতে এসএমএস করে তাহলে সেই ডিভাইস জিপিএস লোকেশন পাঠিয়ে দেবে পুলিশের মোবাইলে। পুলিশ সেটি ক্লিক করলেই গুগল ম্যাপে মহিলার অবস্থান জানতে পারবে। ২০০০ ভোল্টের ইলেকট্রিক শকও দেওয়া যাবে।
আবীরের মহিলাদের জন্য সুরক্ষার কথা ভেবে এমন যন্ত্র তৈরি করায় খুশি তার পরিবার। বিধায়ক নিশীথ মালিকও তার এমন সাফল্যে খুব খুশি। তিনি আবীরের প্রশংসাও করেছেন।
মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, ফোর্টিন বাংলা।