Cattle Smuggling : গরুর অবৈধ কারবারে জড়িত সন্দেহে গ্রেফতার ৯

আরও পড়ুন

কাগজ-পত্র ছাড়া ৪৭ টি গরুকে একস্থান থেকে অন্যস্থানে সরানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার হতে হ’ল ৯ জনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বধমানের কেতুগ্রামে। এবার গরু পাচারের অবৈধ কারবার রুখতে সক্রিয় হয়েছে পুলিশ। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে আরক্ষা দফতর।

সূত্রের খবর, অভিযুক্তরা হল মনোহারা সেখ, সেলিম সেখ, সুকুমার মণ্ডল, মোরু সেখ, সেখ রাজেশ, নূর আলম সেখ, মীর সাকের আলি, কবীর আলি সেখ, এবং পলাশ সেখ। অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বাড়ি বীরভূমের নানুর এলাকায় এবং বাকি চারজনের বাড়ি বীরভূমের লাভপুর এলাকায়। কেতুগ্রামে টহলরত পুলিশ আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে বার হয়। সেই সময়ে তাদের চোখে কয়েকটি গরু-সহ কিছু ব্যক্তিদের দেখা যায়। সেখান থেকে ৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছে বৈধ কাগজ-পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে পুলিশদের মধ্যে সক্রিয়তা দেখা গেছে। এখন গরুর অবৈধ কারবার নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই খবর।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close