গত মঙ্গলবার রাতে একটি ভোজ্য তেলের কারখানায় আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Bardhaman) গলসীতে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাত প্রায় ১১-১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, কারখানার যে গুদাম ঘরে ধানের ভুষি মজুত করে রাখা হয়েছিল সেখানেই লাগে এই বিধ্বংসী আগুন। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আতঙ্কে এলাকাবাসী।
এমতাবস্থায়, বাসিন্দারা তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশ এবং দমকলকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলের আধিকারিকরা সারা রাত ধরে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। তবে এখনও জানা যায়নি ঠিক কি কারণে আগুন লাগে গলসীর (Galsi) এই ভোজ্য তেলের কারখানায়। সেই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির অনুমান করছেন কারখানায় কর্মরত কর্মীরা।