Durgapur : দাবায় অনুর্ধ্ব ৭ বিভাগে অষ্টম স্থান আর্যাহি ভট্টাচার্যের

আরও পড়ুন

সর্বভারতীয় স্তরে বাংলা থেকে অনুর্ধ্ব ৭ বিভাগে প্রায় ৫০ জন দাবাড়ুর মধ্যে অষ্টম স্থান পেয়েছে আর্যাহি ভট্টাচার্য । তার বয়স সাড়ে ছ’বছর। দুর্গাপুরের হেমশীলা স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী সে।

সূত্রের খবর, চিকিৎসক দম্পতির সন্তান হয়েও তার দাবার প্রতি আসক্তি। একটা সাড়ে ছ’বছরের মেয়ে আর্যাহি ভট্টাচার্য সারা বাংলাকে গর্বিত করেছে। ভাল করে কথা বলতে পারে না, তারপরেও সফল হয়ে ভবিষ্যতের লক্ষ্যতে স্থির। আধো আধো ভাবে বলছে, আগামী দিনে জাতীয় চ্যাম্পিয়ন ও গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা করব। সর্বভারতীয় স্তরে বাংলা থেকে অনূর্ধ্ব ৭ বিভাগে প্রায় ৫০ জন দাবাড়ুর মধ্যে অষ্টম স্থান পেয়েছে আর্যাহি । হয়তো প্রথম তিনে আসতে পারেনি ওই মেধাবী খুদে, কিন্তু যতটা স্বপ্ন খেলায় দেখিয়েছে, সেটি বজায় রাখতে পারলেই বাংলার বুকে আবারও এক মহিলা গ্র্যান্ডমাস্টারের সন্ধান পাওয়া যাবে।গত ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তামিলনাড়ুর হোসুর শহরে এই দাবা আসরে ৯ রাউন্ডে ৬ পয়েন্ট অর্জন করে এই খুদে দাবাড়ু।বিভিন্ন পরিকাঠামোগত প্রতিকূলতার মধ্যেও মেয়েকে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে জাতীয়স্তরে আরও ভাল ফল করতে চায় চিকিৎসক দম্পতি । কলকাতার মত সুবিধে না থাকলেও সমস্ত প্রতিকূলতাকে টপকে এগিয়ে যেতে চায় ভট্টাচার্য পরিবার।

ফোর্টিন টাইমলাইন, বর্ধমান, দুর্গাপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close