Purba Bardhaman : আন্তর্জাতিক স্তরেও খেতাবজয় সোনার মেয়ে কিঙ্কিণীর

আরও পড়ুন

ভারত সংস্কৃতি উত্‍সব ২০২২-এ থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিল পূর্ব বর্ধমানের কিঙ্কিণী চট্টোপাধ্যায়। এবছরও দুবাইতে অনুষ্ঠিত হওয়া ভারত সংস্কৃতি উত্‍সবে আবারও খ্যাতি অর্জন করেছেন কিঙ্কিণী।

সূত্রের খবর, বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এলাকার বাসিন্দা কিঙ্কিণী চট্টোপাধ্যায়। রবীন্দ্র নৃত্য, মডার্ন ডান্স, ভরতনাট্যম এবং সেমি ক্লাসিক্যাল বিভাগে আন্তর্জাতিকস্তরে পুরস্কৃত হয়েছেন তিনি। রবীন্দ্র নৃত্যতে প্রথম স্থান, মডার্ন ডান্সে দ্বিতীয় স্থান, সেমি ক্লাসিক্যালে তৃতীয় স্থান এবং ভরতনাট্যমে তৃতীয় স্থান অধিকার করেছেন কিঙ্কিণী। আন্তর্জাতিকস্তরে সাফল্য পেয়ে স্বভাবতই খুশি তিনি। তার সাফল্যে খুশি তার পরিবারও।

কিঙ্কিণীর বক্তব্য, তিনি আগামীদিনেও নাচ নিয়েই এগোতে চান। তার মা কেকা চট্টোপাধ্যায় বলেন, তার মেয়ে এতগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার স্থান অধিকার করতে পারবে সেটা তিনি প্রথমে ভাবতে পারেননি। কিন্তু তার বিশ্বাস ছিল কিঙ্কিণীর ওপর। মেয়ের এমন সাফল্যে খুশি পরিবারের আত্মীয় পরিজন সকলেই।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close