Bardhaman : ছেলের মদ্যপানের বিরোধিতা করায় মাকে পিটিয়ে খুন !

আরও পড়ুন

ছেলের মদ্যপানে নিষেধ করায় মাকে পিটিয়ে খুন করল গুণধর ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার দেবপুর গ্রামে। শুক্রবার থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার বাবা। থানায় এজাহারের খবর পেয়েই পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্ত ছেলের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।

সূত্রের খবর, নিহতের নাম ঝর্ণা বাগদি, বয়স ৫৮ বছর। অভিযুক্তের বাবা আনন বাগদি এবং তার মা ঝর্ণা বাগদি পেশায় খেত মজুর ছিলেন। তাদের ৩ ছেলে, সকলেই বিবাহিত। বড় ছেলে বাপি একটি ঠিকাদারী সংস্থায় শ্রমিকের কাজ করেন। পরিবারের অভিযোগ, বাপি মদ্যপান করে বাড়িতে ঢুকেই নিজের স্ত্রী ও ছেলেকে নিয়মিত মারধর করত। এবিষয়টি পরিবারের কেউ মেনে নিতে পারতেন না। বাপির মাও তাকে ঠিক এই কারনেই মদ্যপান ছেড়ে দেওয়ার কথা বলতেন। কিন্তু বাপি মায়ের কোনও কথা না শুনেই নিজের কাজ করে যেত। এরপর সোমবার দুপুরে বাপি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের ঘরে মদের আসর বসায়। ওই সময় মাঠের কাজ সেরে বাড়িতে ফিরে বাপিকে মদ্যপান করতে দেখেন ঝর্ণাদেবী। ক্ষুব্ধ হয়ে তিনি বাপিকে বকুনি দেন। তাতেই চটে গিয়ে সে একটা মোটা বাঁশ দিয়ে তার মাকে মারধর করতে শুরু করে। এই ঘটনার জেরে ঝর্ণাদেবী গুরুতরভাবে জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার হাসপাতালে মৃত্যু ঘটে তার। সেই খবর এদিন বাড়িতে পৌঁছতেই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বাবা। তারপর থেকেই অভিযুক্ত ছেলে বাপি বাগদি পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে।

ফোর্টিন টাইমলাইন, ভাতার, বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close