রবিবার ভোরবেলা দ্রুত গতিতে আসা ডাম্পারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বিকট আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন এলাকাবাসী । তারা দেখতে পান গাড়িটি দুমড়ে মুচড়ে জাতীয় সড়কের এক কোনায় পড়ে রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ গ্রাম পঞ্চায়েতের বুদবুদ বাইপাস সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে আটকে থাকা ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুজনের নাম দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদব। তারা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের বাসিন্দা।
শনিবার রাতে ওই গাড়িতে করে ৪জনে খড়গপুর থেকে ফিরছিলেন। সম্ভবত এদিন ভোররাতে গাড়ি চালাতে চালাতে চোখ বুজে এসেছিল চালক দীনেশ যাদবের যার জেরে এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তাদের। তবে ডাম্পারের চালকের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত দুইজনের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।