Purba Bardhaman : নৌকাবিহারে গিয়ে প্রাণ হারাল পর্যটক, নিখোঁজ ১

আরও পড়ুন

শনিবার বিকেলে একটি পাখিরালয়ে ভ্রমণে বেরিয়ে নৌকাডুবিতে মৃত্যু হল এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি ছাড়িগঙ্গা এলাকায়। এই ঘটনায় নৌকার মাঝি সহ মোট পাঁচজন জলে পড়ে যায়। তাদের নাম তন্ময় শীল শর্মা, তনয় মাঝি, সৈকত চট্টোপাধ্যায় ও সৌরভ ভট্টাচার্য। তাদের বয়স আনুমানিক ৪০ বছর, তারা প্রত্যেকেই দক্ষিণ নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা চত্বরে। ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, প্রত্যেকেই ওই নৌকাতে নেশাগ্রস্ত অবস্থায় ছিল । আচমকাই তাদের নৌকা উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার কাজ শুরু করে। সঙ্গে সঙ্গে মাঝি ও দুই পর্যটককে উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর উদ্ধার হয় এক পর্যটকের মৃতদেহ। শনিবার রাতভর তল্লাশি চালালেও এক পর্যটকের কোনও খোঁজ মেলেনি। মৃত পর্যটকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় ও বাকিদের উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close