আউশগ্রাম থানার ব্যারাক থেকে এক পুলিশ অধিকারিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সংশ্লিষ্ট থানায়। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, মৃত ওই পুলিশ আধিকারিকের নাম পুষ্পেন ঘোষ, বয়স ৪৬ বছর। বুধবার রাতে নিজের কাজ সেরে থানার ব্যারাকে চলে যান তিনি। বৃহস্পতিবার সকালে তিনি কাজে যোগ দিতে না আসায় তাকে ডাকতে যান তার এক অধঃস্তন কর্মী। তখন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তিনি। এরপর একে একে ছুটে যান তার ব্যারাকে। খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। এমন ঘটনার খবর পেয়ে সাব ইনস্পেক্টর ব্যারাকে পৌঁছন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
প্রসঙ্গত, সাব ইনস্পেক্টর পুষ্পেন ঘোষের পরিবার বর্ধমানের পুলিশ লাইন কোয়ার্টারে থাকেন। তার দুই শিশুকন্যা রয়েছে। পুষ্পেনবাবুর এমন মৃত্যুতে তার স্ত্রী বলেন, আগের দিনও স্বামীর সঙ্গে কথা হয়েছে তার। এমন ঘটনা কিভাবে ঘটল তা তিনি বুঝতে পারছেন না। মৃত পুষ্পেনবাবুর কর্মীরা জানান, তিনি আচমকাই কয়েকদিন যাবৎ খুব চুপ-চাপ থাকতেন। তিনি নিশ্চিতভাবেই সুনির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। পুলিশ অকুস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে নিয়ে যায়।
কিভাবে এই ঘটনাটি ঘটল ? এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে তার কল লিস্টও। সহ-কর্মী এবং পরিবারের সদস্যদের অনুমান, ওই দুঁদে পুলিশ অফিসারের মৃত্যু রহস্য শীঘ্রই দিনের আলোর মতো পরিষ্কার হবে।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।