Basirhat : মিড্ ডে মিল না পসন্দ, গুরুমশাইদের ঘরে তালা অভিভাবকদের

আরও পড়ুন

বুধবার নিম্নমানের মিড্ ডে মিল দেওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে কচুয়া জেলেপাড়ার শিশু শিক্ষা নিকেতনে। পড়ুয়াদের জন্য খাবার এতটাই নিন্মমানের ছিল যে তা একেবারেই খাবার অযোগ্য বলে অভিভাবকদের অভিযোগ। বার বার অভিযোগ করা সত্ত্বেও আবারো কেনও এই রকম খাবার দেওয়া হয়েছে, এই প্রশ্নের মুখে স্কুল কতৃপক্ষ। এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে পারেননি তারা। এই ঘটনায় অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুল শিক্ষকদের একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ।

তাদের আরও অভিযোগ, ভাতের ফ্যান দিয়েই তরকারি রান্না করা হয়েছে। খিচুড়িতে ডালের পরিবর্তে বেশি করে হলুদ দেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদের অভিযোগ, স্কুলে কারেন্ট চলে গেলে ছাত্র-ছাত্রীদের তালপাতার পাখা দিয়ে হাওয়া করে দিতে হতো। ঘটনার এখানেই শেষ নয়, ছাত্র-ছাত্রীদের দিয়ে হাত-পা টেপানো হতো বলে একাধিক অভিযোগ উঠেছে। পুলিশ সেখানে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

ফোর্টিন টাইমলাইন, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close