সোমবার দুপুরে বহরমপুর থানার মালগুদামে আচমকাই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে থানাচত্বরে। এই ঘটনায় গুরুতর আহত হন উপস্থিত পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী।
থানায় আচমকাই বিস্ফোরণ ঘটলে হৈ চৈ শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে বহরমপুর থানায় দ্রুত ছুটে আসেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সবরি রাজকুমার। পুলিশের অনুমান, গুদামের ভেতরে থাকা বাজেয়াপ্ত করা একটি ব্যাটারি কোনভাবে ফেটে বিস্ফোরণ ঘটায়। হাসপাতাল সূত্রে খবর- বর্তমানে আহত পুলিশ কর্মীরা সুস্থ আছেন। এমন ঘটনায় আতঙ্কের কোনও ব্যাপার নেই। তবে গুদামে পড়ে থাকা জিনিসপত্রের ওপর নজর রাখছেন পুলিশকর্মীরা।
ফোর্টিন টাইমলাইন, বহরমপুর, মুর্শিদাবাদ।