বীরভূমে রামপুরহাটের রদিপুর গ্রামের কাছে ফের উদ্ধার করা হল বিপুল পরিমাণে ডিটোনেটর। ওই এলাকায় নাকা চেকিং চালানোর সময় দুই বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২ হাজার ডিটোনেটর। পুলিশ অভিযুক্ত দুই যুবককে বাইক সমেত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্ত দুই যুবকের নাম বিন্দু মণ্ডল ও তাজেরুল ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, এই ধরনের ডিটোনেটর বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে। নির্দিষ্ট লাইসেন্স থাকলেই এগুলি বিক্রি করা সম্ভব । বিন্দু মণ্ডল ও তাজেরুল ইসলাম এতোগুলি ডিটোনেটর কোথায় পেল ও তাদের উদ্দেশ্য কি তা জানার চেষ্টা করছে পুলিশ। জেলায় বার বার এমন ঘটনায় সন্দেহ জেগেছে পুলিশের মনে। কোনও বড় দুর্ঘটনার পরিকল্পনা চলতে পারে বলে আশঙ্কায় রয়েছে পুলিশ আধিকারিকরা।
ফোর্টিন টাইমলাইন, বীরভূম।