Jalpaiguri : বাইসনের হানায় জখম ১

আরও পড়ুন

বুধবার মাঝিয়ালি বস্তিতে বাইসনের হানা। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার আংরাভাসা দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকালয়ে ঢুকে পড়ে দলছুট বাইসন। এদিন বাইসনের হানায় জখম হন এক ব্যক্তি। তার নাম ননী রায়।

স্থানীয় ও বন দফতর সূত্রের খবর, বুধবার নাথুয়া রেঞ্জের মাঝিয়ালি বস্তিতে প্রথমে বাইসনটিকে দেখা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নাথুয়া রেঞ্জ এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম হয়ে বাইসনটি মাঝিয়ালিতে আসে। সেই সময় এক দিনমজুর ননী রায় গ্রামের রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন। সেইসময় বাইসনের হানায় জখম হন তিনি। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এরপর বাইসনটি স্থানীয় কয়েকজনের বাড়িতে হানা দিয়ে গবাদি পশুদের ওপর আক্রমণ করে।
আংরাভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি রায় জানান, সম্ভবত পাশের নাথুয়ার জঙ্গল থেকে বাইসনটি এলাকায় ঢোকে। বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close