Jalpaiguri : পুলিশের ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তিতে জড়াল বিজেপি

আরও পড়ুন

শুক্রবার ১৪৪ ধারা অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল বিজেপি কর্মীরা। এদিনের বিডিও অফিস অভিযানকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লক বিডিও অফিসের সামনে এমনই চিত্র দেখা যায়। যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস, কর্মীদের ওপরে হামলা, মৃত্যুর ঘটনা, ছাপ্পা ভোট-সহ একাধিক বিষয় নিয়ে এদিন বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়। বিজেপি-র এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। সেই সঙ্গে ১৪৪ ধারাও জারি করা হয়। বিজেপি-র মিছিল এলে অফিসের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তাদের আটকে দেয়। এদিন বিজেপি-র শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন বিডিও-রা। বিডিওদের নেতৃত্বে জেতা প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close