Jalpaiguri : বিজেপি-র জেলা সভাপতির গাড়িতে হামলা

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের পর হামলার শিরোনামে ফের জলপাইগুড়ি। উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি গাড়িতে হামলার পর বিজেপি-র জেলা সভাপতির গাড়িতে চলল গুলি। বিজেপি-র জেলা সভাপতি বাপি গোস্বামীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুধবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় গিয়ে তিনি এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সূত্রের খবর, বুধবার রাতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত থেকে ফেরার পথে বাপি গোস্বামীর সঙ্গে ছিলেন গাড়ির চালক এবং স্বপন দত্ত নামে এক মণ্ডল সভাপতি। অভিযোগ, তিনি প্রচার সেরে ফেরার পথে পরপর দুটি বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন একটি বাইকে হেলমেট পড়া দু’জন পেছনে আসছে। গাড়িতে গুলি লাগার ফলে তার গাড়িতে কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে। এরপর তিনি গাড়ি নিয়ে সোজা থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close