বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ির পাশের গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। এই পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান পদে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রধান নীলিমা বর্মন উপপ্রধান শিবু সরকার। নির্বাচনে এই পঞ্চায়েতের ২২ টি আসনে তৃণমূল ও বিজেপি ১১ টি করে আসন পেয়েছিল।
বৃহস্পতিবার কে বোর্ড গড়বে তা নিয়ে ছিল তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত তৃণমূলের একটি ভোট বাতিল হলে বিজেপি প্রার্থী এগারো -দশ ব্যবধানে প্রধান পদে জয় লাভ করেন। পরে উপ-প্রধান পদে লটারির মাধ্যমে বিজেপি ওই পদ দখল করে। এই পঞ্চায়েত দখল করতে বিজেপির নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।