বিধায়ক তহবিলের টাকা নিতে চাইছে না কোচবিহার পুরসভা। কোচবিহার শহরের বেহাল নর্দমা সংস্কারের জন্য অর্থ দিতে চাইলেও তাতে রাজি নয় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড। এমনই ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। তার বিধানসভা এলাকার মধ্যেই কোচবিহার পুরসভা। সেই পুরসভার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের অভিযোগ, শহরের উন্নয়নের জন্য তিনি তার উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ করতে চাইলেও তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড তা নিতে অস্বীকার করছে। যার জেরে থমকে রয়েছে শহরের উন্নয়ন। বিজেপি বিধায়কের অভিযোগ, কোচবিহার শহরে নিকাশির বেহাল দশা। নর্দমার জল ঢুকে যাচ্ছে বাড়িতে। অথচ পুরসভার কোনও হেলদোল নেই। শনিবার কোচবিহার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বিজেপি-র বিধায়ক নিখিল রঞ্জন দে।
কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।