Alipurduar : হনুমান জয়ন্তীর ৱ্যালিতে একসঙ্গে পা মেলাল বিজেপি-তৃণমূল

আরও পড়ুন

বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর ৱ্যালিতে একসঙ্গে হাঁটলেন বিজেপির মনোজ ও তৃণমূলের গঙ্গাপ্রসাদ। এমনই এক দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ারের বীরপাড়ার হনুমান জয়ন্তীর ৱ্যালিতে। দুই নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি-তৃণমূলের আরও নেতৃত্ববৃন্দ। হাজার হাজার মানুষের ভিড়ে ‘জয় শ্রীরাম’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এই ৱ্যালি।

সূত্রের খবর, এদিন বিকেলে বীরপাড়ার মহাবীর উচ্চ বিদ্যালয় লাগোয়া এলাকা থেকে শুরু হয় র‍্যালিটি। এই ৱ্যালি এদিন লঙ্কাপাড়া রোড, মহাত্মা গান্ধি রোড, বীরপাড়া চৌপথি-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি রাহুল লোহারদের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতা তথা জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, তৃণমূলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পো, সহ-সভাপতি উত্তম সাহা, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী শিউলি চক্রবর্তী, আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি কল্লোল দেব-সহ অনেককেই। বিজেপি ও তৃণমূলের নেতৃত্বদের এই ৱ্যালিতে একসঙ্গে পা মেলানোয় ৱ্যালিটি একটি অন্যমাত্রা পেয়েছিল।

ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close