Bongaon: সোনার বাট না পেয়েই লরি-চালককে খুন, গ্রেফতার ৩

আরও পড়ুন

লরি চালককে অপহরণ করে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগণার বনগাঁতে। ৫২ বছর বয়সী মৃত ওই ব্যাক্তির নাম গৌর দত্ত। বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকার বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন লরি চালক।

বুধবার রাতে বেশ কয়েকজন এসে গৌর দত্তের বাড়িতে তল্লাশি চালায় ও তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজার পর তার কোনো সন্ধান না পাওয়া গেলে স্থানীয় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার।

এরপরে পুলিশ গোপালনগর সিমলে ফাঁড়ি এলাকা থেকে গৌর দত্তকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের পরিবারে খবর দিলে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে খবর, গৌর দত্ত আগে সোনা পাচারের কাজ করত । বুধবার সকালে পেট্রোপোল বন্দর দিয়ে বাংলাদেশ গিয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে কয়েকটি সোনার বাট আনার সময় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা সেগুলি নিয়ে নেয়। গৌর দত্তের স্ত্রী-র অভিযোগ, এই সোনার বিস্কুট এর জন্যই পিটিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close