Cooch Behar : দুই কার্টুন ভর্তি নেশার ওষুধ-সিরিঞ্জ উদ্ধার বিএসএফ-এর

আরও পড়ুন

পাচারের আগেই দুই কার্টুন ভর্তি নেশার ওষুধ ও সিরিঞ্জ উদ্ধার করল বিএসএফ। বুধবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তে।

সূত্রের খবর, গোপনে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার ধাপরাহাটে যৌথ অভিযান চালায় জলপাইগুড়ি সেক্টরের বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়ন ও কুচলিবাড়ি থানার পুলিশ। এই যৌথ অভিযান চালিয়ে ধাপরাহাট বাজার থেকে ওই কার্টুন দুটি উদ্ধার করে হয়। পুলিশ ও বিএসএফ জওয়ানদের আসার খবর পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‘দাবিদারহীন ভাবে দুটি কার্টুনে প্রচুর ওষুধ, সিরিঞ্জ পড়েছিল, সেগুলিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। এর সঙ্গে কারা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।’ সেই কার্টুনগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মেখলিগঞ্জ, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close