প্রায় দু’ মাসের প্রচেষ্টা সফল হল। নবনির্মিত সেতু দিয়ে নয়, শহর দিয়েই যাত্রীবাহী যানবাহনগুলি পুনরায় চলাচল শুরু করল ডালখোলায়।
শুক্রবার,জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকে স্থানীয় পুরসভা, পুলিশ প্রশাসন এবং লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইয়ুথ-এর সম্মিলিত প্রচেষ্টায় শহরের মধ্য দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হল।
প্রসঙ্গত, ডালখোলা রেলগেট এড়িয়ে বাইপাস সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় অধিকাংশ যানবাহন গুলির পাশাপাশি যাত্রীবাহী গাড়িও চলাচল করতে শুরু করে নয়া সড়ক দিয়ে। এর ফলে সমস্যায় পড়েন ডালখোলা নারী, শিশু ও বর্ষীয়ান নাগরিকেরা। এরপর বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাতে শুরু করে। বুধবার দুপুরে সাত দিনের সময়সীমা বেঁধে আন্দোলনে নামেন মানুষ। সাত দিনের পরিবর্তে ৪৮ ঘণ্টার মধ্যেই যানবাহন চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, যাত্রীবাহী বাসগুলি শহরের মধ্য দিয়ে প্রবেশ না করে উড়ালপুল দিয়ে যাতায়াতের ফলে সমস্যা বাড়ছিল। বর্তমানে পণ্যবাহী লরিগুলি নব নির্মিত সড়ক দিয়ে যাতায়াত করায় শহরে যানজট কম হবে বলেই ধারনা মানুষের।
ডালখোলা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।