নারী নির্যাতন ও নারী নিগ্রহ রুখতে এক আইনি পরিষেবার সচেতনতা শিবিরের আয়োজন করা হল চাঁচলে। শুক্রবার বিকেলে নারীদের নিরাপত্তা নিয়েই শিবিরে আলোচনা করা হয়। মালদার চাঁচল মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও চাঁচল বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।
সূত্রের খবর, নারী নির্যাতন ও নারী নিগ্রহ হামেশাই ঘটতে থাকে। নারীরা থানায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার না হয়, কোথায় কিভাবে নিখরচায় আইনি পরিষেবার সুবিধা পাওয়া যাবে এই নিয়েই এদিন শিবিরে আলোচনা করা হয়। চাঁচল মহকুমা আদালত চত্বরে আইনি শিবিরে উপস্থিত হয়েছিলেন চাঁচল মহকুমা আইনি পরিষেবার চেয়ারম্যান জয় প্রকাশ সিংহ, চাঁচল বার অ্যাসোশিয়সনের সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক খায়রুল আনাম ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুন্ডু-সহ একাধিক পুলিশকর্মী ও আইনজীবীরা। কিভাবে তারা সহজে আইনি পরিষেবা পাবে এবং কোথায় অভিযোগ জানাবে সেই সূত্র তুলে ধরা হয় নারীদের মধ্যে। শিবির শেষে ৪০ জন নারীকে একটি করে শাড়ি উপহার দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।