কলেজে শিক্ষার পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা চালু হল মালদার চাঁচল কলেজে। কলেজে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল পড়ুয়াদের পরিচয় পত্র। সোমবার কলেজে প্রবেশের আগে কলেজের পরিচয়পত্র দেখে ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করানো হয়। যদিও সোমবার বেশকিছু ছাত্র-ছাত্রীর আইকার্ড না থাকার কারনে বাইরে আটকে দেওয়া হয় তাদের। এরপর এডমিট কার্ড চিহ্নিত করে কলেজে প্রবেশ করানো হয় সেইসব ছাত্র-ছাত্রীদের। এবিষয়ে চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস জানান- কলেজের পরিবেশ সুষ্ঠ রাখতে এহেন উদ্যোগ কলেজ কর্তৃপক্ষের।
অভিযোগ, বছরের পর বছর যাবৎ কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা চলছিল জোর কদমে। ফলে বিঘ্ন ঘটছিল শিক্ষার পরিবেশে। হইহুল্লোড় থেকে শুরু করে চিৎকারে শ্রেণিকক্ষে সমস্যায় পড়ত পড়ুয়ারা। কলেজের পরিবেশ সুষ্ঠ রাখতে এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।