Chanchal : শিবির করে করোনার প্রতিষেধক প্রদান

আরও পড়ুন

মঙ্গলবার চাঁচলে স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবহন কর্মীদের দেওয়া হলো বুস্টার ডোজ। ১৮ ঊর্ধ্ব মানুষকে করোনার প্রতিষেধকের আওতায় আনতে শিবির করে চলছে টিকা করণ। বুস্টার ডোজের পাশাপাশি দেওয়া হল করোনা টিকার দ্বিতীয় ডোজ। এই দিন চাঁচলের নজরুল বাস স্ট্যান্ড একটি শিবির করে টিকা দেওয়া হয়। শুধু পরিবহন কর্মীরা নন সাধারণ মানুষকেও এই বুস্টার ডোজ দেওয়া হয়। এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলে ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য, চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের নোডাল অফিসার শুভাশিস বড়ুয়া সহ অন্যান্যরা।

প্রতিটি মানুষকে টিকার আওতায় আনতে ক্লাব সহ কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন গুলির কাছে সহায়তার আর্জি জানিয়েছিলেন ব্লক স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন বিভাগ । নিধান ছিল যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আজ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেই পরিবহন কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই বুস্টার ডোজ দেওয়া হলো বলে জানিয়েছেন চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য্য।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close